How to apply without IELTS ?
আসসালামু আলাইকুম , আজকে আমরা ভাষার সার্টিফিকেট নিয়ে কথা
বার্তা বলার চেষ্টা করব । প্রথমে একটা কথা বলতে চাই যে, আমরা অনেকেই অনেক সময় বিভিন্ন
কনসালটেন্সি ফার্মের বিজ্ঞাপন দেখি যে আইএলটিএস/তোফায়েল /ল্যাঙ্গুয়েজ কোর্স
সার্টিফিকেট ছাড়া এপ্লাই করা যায় । এইটা আসলে অনেকটা আকর্ষণ করার জন্য এর মধ্যে
অনেকগুলো কথা থাকে, সেটাকে
আমি একটু বিস্তারিত বলার চেষ্টা করব ।
প্রথমেই একটা খুব সহজ কথায় বলতে চাই যে,
আপনি বাইরে একটা দেশে
পড়াশোনা করবেন অবশ্যই আপনার নিজের দেশের ভাষায় পড়াশোনা করবেন না । হয় তাদের
দেশের ভাষা বা আন্তর্জাতিক ভাষা বলতে ইংলিশ এবং সেই ভাষায় আপনার দক্ষতা কতটুকু
সেটা তারা কেমন করে বুঝবে। তারা তো আপনাকে ব্যক্তিগতভাবে চেনেনা , সে ক্ষেত্রে এটা প্রমাণ স্বরূপ একটা
আইএলটিএস/তোফায়েল /ল্যাঙ্গুয়েজ কোর্স সার্টিফিকেট দেখাতে হয় । বিভিন্ন দেশের
ভার্সিটির বিভিন্ন রকম রিকোয়ারমেন্ট থাকতে পারে।
তাহলে এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন
আসতে পারে যে ,বিভিন্ন
বিজ্ঞাপনে যে আমরা দেখি কোন ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট ছাড়াই দেশের বাইরে পড়াশোনা করতে যাওয়া যাবে
। এটার সত্যতা কতটুকু এই বিষয় নিয়ে ,আজকে আমরা একটু বিস্তারিত কথা বলার চেষ্টা করব ।
আমি প্রথমেই বলছি যে, আইএলটিএস বা তোফায়েল বা ল্যাঙ্গুয়েজ
সার্টিফিকেটগুলা একটা প্রমাণ যে আপনার ইংলিশ ভালো বা আপনি যে ইংলিশে পড়াশোনা করতে
কোন প্রবলেম হবেনা , সেটারই
একটা প্রমাণ আর অন্য কিছু না । এখানে ল্যাঙ্গুয়েজ কোর্স সার্টিফিকেট থাকা মানেই
আপনাকে স্কলারশিপ পাওয়া না, এটা
একটা রিকয়ারমেন্ট এর অংশ । এটা থাকলে আপনি এপ্লাই করতে পারবেন এখন যে কোন
জিনিসেরই একটা পরিপূরক বা বিকল্প বলে কথা আছে ।
যেমন : আইএলটিএস বা তোফায়েল আমরা মূলত
এই দুইটা শব্দের সাথে বেশি পরিচিত কারণ এ দুটি মানুষ বেশি দেয় বা ইংলিশ
ল্যাঙ্গুয়েজে সার্টিফিকেট বলতে এই দুইটাই বুঝি । আসলে এর বাইরেও অনেক ধরনের আছে । যেমন : আইএলটিএস এর
মধ্যেও তিন ধরনের আছে স্টাডি , ট্রাভেলিং,
বিজনেস ।
আপনি যদি একটা প্রমাণ জোগাড় করতে পারেন
আপনি ইংলিশে পড়াশোনা করতে পারবেন/সমস্যা হবে না / আপনার ইংলিশ অনেক ভালো তাহলে
কিন্তু আপনি সেটা দিয়েও বিকল্প হিসেবে ব্যবহার করতে পারেন । আচ্ছা এখন আসি কেমন
করে এই সার্টিফিকেট আপনি ম্যানেজ করতে পারবেন ।
আমি আমার দেশের প্রেক্ষাপট থেকেই কিছু
উদাহরণ দেওয়ার চেষ্টা করব , যেমন
: বাংলাদেশর বেশিরভাগ ইউনিভার্সিটি গুলোতে গ্রাজুয়েশন কোর্স ইংলিশে লেকচার দেয় ।
যেমন : বুয়েট , চুয়েট
, কুয়েট , রুয়েট , ঢাকা ইউনিভার্সিটি সহ বেশিরভাগ । তো এখন
আপনি যখন আপনার গ্রাজুয়েশন ইংলিশে পড়াশোনা করছেন তার মানে অবশ্যই আপনি
ইংলিশে পড়াশোনা করতে
পারবেন । আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড যে ইংলিশে/ ইংলিশে পড়াশোনা করতে পারবেন /
আপনার ইংলিশে ভালো এটা যদি আপনি প্রমাণস্বরূপ আপনার ভার্সিটি থেকে একটা
সার্টিফিকেট ম্যানেজ করতে পারেন তাহলে খুব সহজেই আপনি আইএলটিএস তোফায়েলের বিকল্প
হিসেবে এটাকে ব্যবহার করতে পারবেন ।আবার ধরেন। আপনি বিভিন্ন এক্সট্রা কারিকুলাম
এক্টিভিটিজ যেমন কোন একটা বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিয়েছেন সেখানে বাংলায় না
আপনি ইংলিশে বিতর্ক করছেন সেই সার্টিফিকে টাও ব্যবহার করতে পারবেন । আবার ধরে নিলাম,
আপনি ইংলিশে না
বাংলাতে পড়াশোনা করছেন কিন্তু আপনার এক্সটা ফোর সাবজেক্ট হিসেবে ইংলিশ ছিল বা
ইংলিশে আপনার মার্কস অনেক ভালো ৯৫% প্লাস সেই ক্ষেত্রে আপনি আপনার টিচার কে বা
ডিপার্টমেন্টের হেড কে কনভেন্স করেও একটা সার্টিফিকেট ম্যানেজ করতে পারেন । যেটাতে
বলা থাকবে , যে
আপনার ইংলিশ ভালো / আপনি ইংলিশে পড়াশোনা করতে পারবেন ।
উদাহরণস্বরূপ আমি দুইটা পিকচার ছবি
দিয়ে দিলাম আশা করি আপনারা সব বুঝসেন ধন্যবাদ ।
No comments
Note: Only a member of this blog may post a comment.