শিখব চাইনিজ ভাষা
learn the Chinese language in Bangladesh |
আপনাদের অনেকের মনে একটা প্রশ্ন যে আমরা কেন চাইনিজ ভাষা টা শিখব? কথা থেকে শিখব / শিখলে ভালো ? কি লাভ ? শেষ কিছুদিন ধরে আমাকে মেইলে অনেকজন এই প্রশ্নটা করেছেন । যারা আমাকে এই প্রশ্নটা করেছেন তাদের সবারই প্রশ্নগুলো মোটামুটি একই তাই ভাবলাম যে এক এক জন করে উত্তর না দিয়ে বিস্তারিত বললে সবার জন্যই সুবিধা হবে তাই আশা করি এটা আপনাদের সকলের উপকারে আসবে । তো আপনাদের কমন প্রশ্ন গুলোর মধ্যে
১.চাইনিজ ভাষা শিখলে কি লাভ নাম্বার
২.
কোথায় ভালো ভাবে শেখা যাবে ?
৩.
ভবিষ্যতে কোনো কাজে আসবে কিনা ?
৪.
চায়নিজ ভাষা শেখা সহজ না কঠিন ? ইত্যাদি ইত্যাদি
তো যাই
হোক আমি যতোটুকু জানি সাধ্যমত উত্তর দেওয়ার চেষ্টা করব ভুল ত্রুটি ক্ষমা সুন্দর
দৃষ্টিতে দেখবেন । আসলে এই প্রশ্নের উত্তরগুলো
পরিপূর্ণভাবে বলতে গেলে অনেক বড় হয়ে যাবে যা পড়তে খুবই বিরক্তিকর লাগবে । আমি
খুবই সংক্ষেপে কিছু কথা বলবো যা সম্পূর্ণ আমার বাস্তব অভিজ্ঞতা থেকে পাওয়া ।
এরপরও যদি কারো কোন প্রশ্ন থেকে থাকে অবশ্যই বলবেন একটু দেরিতে হলেও আমি আমার
সাধ্যমত উত্তর দেওয়ার চেষ্টা করব ।
চাইনিজ ভাষাটা বিশ্বের প্রায় 12 টি দেশের যেমন : মালয়েশিয়া, থাইল্যান্ড , সিঙ্গাপুর , ইন্দোনেশিয়া , ফিলিপাইন , মঙ্গোলিয়ার সহ বিশ্বের মোট জনসংখ্যার ১৪ % লোক ব্যবহার করে । এই পরিসংখ্যান থেকেই বোঝা যায় যে চাইনিজ ভাষা শেখা কতটা লাভজনক । খুব সহজ একটা বিষয়, এ থেকে আমরা আরো বুঝতে পারি যে এটা ভবিষ্যতে আমাদের জীবনে কতটা কাজে দেবে [[ পরে আমি কিছু উদাহরণ দিব ]] | চাইনিজ ভাষা শেখার সহজ নাকি কঠিন এই বিষয়ে আমার এ বিষয়ে জানার জন্য একটা ভিডিও করা আছে এই লিংকে ক্লিককরলেই দেখতে পারবেন । এটা দেখলে বুঝবেন যে চাইনিজ ভাষা শেখা সহজ নাকি কঠিন ।
যদিও এই
একই বিষয়ে আমার ইংরেজিতে কিছু ব্লগ আছে সেগুলো মূলত ছাত্রদের উদ্দেশ্য করে বানানো
। কিন্তু আমাকে এইবার যারা প্রশ্নগুলো করেছেন তাদের সকলেরই উদ্দেশ্য ভিন্ন তারা
এটাকে ক্যারিয়ার হিসেবে নিতে চায় । তারা দোভাষী হিসেবে কাজ করার উদ্দেশ্যে শিখতে
চায় । তাই আমি সেই দিকেই ফোকাস করে বাকি কথাগুলো বলব । এখানে আমার কিছু কথা শুনে
হাস্যকর মনে হতে পারে, কিন্তু সত্যিই জানিনা কতটা বোঝাতে পারবো । আপনি
যদি উপরের লিংকের ভিডিওটা দেখে না থাকেন তবে একটু দেখবেন । তাহলে পরের কথাগুলো
বুঝতে আপনার । সুবিধা হবে আমার ক্ষুদ্র জ্ঞান ও অভিজ্ঞতা হতে যতটুকু বুঝেছি তা ,
যারা দোভাষী হিসেবে কাজ করার জন্য বা ক্যারিয়ার গড়ার জন্য চাইনিজ
ভাষা কে পছন্দ করেছেন "" আলহামদুলিল্লাহ"" একটা অনেক ভাল
সিদ্ধান্ত নিয়েছেন । কারণ বাংলাদেশের বর্তমান ও ভবিষ্যৎ ৫০ বছরে কথা চিন্তা করে
করলে দেখবেন এটাই একমাত্র ভাষা যা থেকে সর্বোচ্চ সম্মানি পেতে পারেন । তবে হ্যাঁ
যারা এই লাইনে চাকরি করছেন তারা সকলেই বলবেন অসম্ভব রকমের খাটতে হয় । আমিও তাদের
সাথে একমত কিন্তু কিছু কিছু কোম্পানি আছে যাদের সাথে কাজ করাটা খুবই আরামের ।
কিন্তু ভাই বেতনের কথা চিন্তা করলে অন্যান্য চাকরির থেকে অনেক অনেক শান্তি ও
আরামের । আমার দেখা অনেক অনেক জন আছেন যারা এক বছরের একটা চাইনিজ ভাষা /
ল্যাঙ্গুয়েজ কোর্স করে 50 হাজার টাকার উপরে বেতনের চাকরি করছেন যা
বাংলাদেশের পেক্ষাপটে আপনি যে কোন দিক থেকে চিন্তা করলে হাজার ভালো ।
এখন
বাস্তব দিক থেকে কিছু ভালো উদাহরণ দেই যেমন আপনি পাকিস্তানের রেলওয়ে ১৭/১৮ সালের
জবের সার্কুলারটা দেখলে দেখবেন যে সেখানে একটা রিকোয়ারমেন্ট এক বছরের চাইনিজ
ল্যাঙ্গুয়েজ কোর্স করা থাকতে হবে । পদ্মা সেতুতে দোভাষী হিসেবে জবের যে
সার্কুলারদিছে সেগুলো কয়েকদিন পরপর দিয়েছে কারণ যতগুলো তাদের লোক দরকার তারা সেই
পরিমাণে লোক পায় না এবং সম্মানিত বা বেতন মিনিমাম ২ লাখ ।
কিন্তু অদূর ভবিষ্যতে যদি এই চাকরির বাজার টা যদি নষ্ট হয় তাহলে হবে তা হবে
শুধুমাত্র আমাদেরই জন্য কারণটা পরে অন্য কোনো একসময় বলবো তা না হলে অনেক বড়
হয়ে যাবে ।
আরো
একটা খুবই গুরুত্বপূর্ণ কমন প্রশ্ন, কথা থেকে শিখব বাংলাদেশর কথায় কথায় শেখা
যায় কোথা থেকে শিখলে ভালো হবে ? ইত্যাদি ইত্যাদি যদি আপনি আমার কাছ থেকে
এক বাক্যে উত্তর চান তাহলে বলব যে চীনে গিয়ে শিখলে সবচাইতে ভালো । কারণ : আপনারা
অনেকেই একটা জিনিস লক্ষ্য করবেন অনেক ছাত্র আছে যারা ইংলিশ / ইংরেজিতে ১০০ তে ১০০
নম্বর পায় কিন্তু তারা অনর্গল কথা বলতে পারে না । এর একমাত্র কারণ হল প্র্যাকটিস
। আপনারা যদি চায়নাতে গিয়ে এই কোর্সটা করেন তাহলে দৈনন্দিন জীবনে চলতে ফিরতে
সবসময় ব্যবহার করবেন । ফলে অতি দ্রুত এবং সহজে আপনি ভাষাটাকে আয়ত্ত করতে পারবেন
। আবার যদি আপনি বাংলাদেশে শিখতে চান তাহলে আমার ব্যক্তিগত পরামর্শ বাংলাদেশের
যেসব বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত কোর্স আছে সেখান থেকে শেখার চেষ্টা করবেন এতে
আপনি একটা গ্রুপ বা কমিউনিটির সাথে যুক্ত হয়ে যাবেন । ফলে পরবর্তীতে আপনার চাকরি
পেতে খুব সহায়ক ভূমিকা পালন করবে । ইউনিভার্সিটির ওয়েবসাইটগুলোতে এ সম্পর্কে
বিস্তারিত দেওয়া আছে দয়া করে সেখান থেকে দেখে নেবেন ।
সবগুলো
প্রশ্নের উত্তর বিস্তারিত না করে সংক্ষেপে উত্তর দেওয়ার চেষ্টা করছি যেন বিরক্ত
না হন , আশা করব বুঝতে পারছেন আর না বুঝতে পারলে নিচে
কমেন্টে আপনার প্রশ্নটিই করবেন ইনশাল্লাহ আমরা আবার আপনাকে উত্তর দিব ।((
ধন্যবাদ ))
No comments
Note: Only a member of this blog may post a comment.