HSK exam in online

আসসালামু আলাইকুম,

কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে অনেক ভাল আছেন । আপনারা বেশকিছু থেকে অনেকই  আমাকে একটা খুব কমন প্রশ্ন করতেছেন যে আপনাদের HSK দেওয়া দরকার কিন্তু দিতে পারতেছেন না | কোথায় দেবেন কিভাবে দিবেন , কেমন করে দিবেন ভিন্ন ধরনের প্রশ্ন ।  ইতিমধ্যে চাইনিজ এডুকেশন থেকে একটা নোটিশ দিয়েছে । নোটিশের লিংকটা আমি দিয়ে দিচ্ছি আপনারা সেখানে বিস্তারিত সবকিছুই পাবেন তারপর যদি না বোঝে আমাকে প্রশ্ন করতে পারেন । আপনারা যারা এই এইচএসকে পাস করতে না পারার জন্য গ্রাজুয়েশন কমপ্লিট সার্টিফিকেট পাচ্ছেন না  অথবা মেজর শুরু করতে পারতেছেন না তাদের জন্য  এটা একটা সুবর্ণ সুযোগ । আপনাদের নিজের দেশে যদি ব্যবস্থা নাও থাকে আপনারা অনলাইনে বসে পরীক্ষা দিতে পারবেন । সবার জন্য শুভকামনা আশাকরি এবার সবাই পাস করবেন । আর HSK এ ব্যাপারে যেকোনো ধরনের সাজেশন পরামর্শ দরকার হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ।

HSK exam in online for all details click here 


No comments

Note: Only a member of this blog may post a comment.

Powered by Blogger.