ছাত্রদের আর কেউ প্রতারিত করতে পারবে না
আসসালামু আলাইকুম , আজকে আমি আমার বিভিন্ন
ব্যবসার মধ্যে scholarship ব্যবসা নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আশা
করি এটা আপনাদের উপকারে আসবে । যারা আমার সাথে স্কলার্শিপ ব্যবসায় যোগ দিতে চান তাদেরও
সাহায্য করবে । আসলে এ ব্যবসা সম্পর্কে বলতে গেলে অনেক কিছুই বলতে হয় , আমি এখানে যতটা পারি সহজ, সুন্দর, সংক্ষেপে বলার চেষ্টা করব । আমি অংশটিকে কয়েকটি অংশে বিভক্ত
করেছি । যেমন :
১. কেন এই ব্যবসাটা করি ?
২. ব্লগ টা কেন তৈরি করেছি ?
৩. কেন আপনাদেরকে ব্লগ গুলা শেয়ার করতে
বলি ?
কেন এই ব্যবসাটা করি : আসলে আমরা সবাই জানি যে এটা একটা সিজনাল ব্যবসা । এডমিশন মৌসুমে খুব ভালো চলে তারপর আবার বন্ধ । আর,এটাই আমি একটা সুযোগ হিসেবে নিয়েছি । কারণ , আমি সারা বছর ফাইল গুলো কালেক্ট করি আর এপ্লাই টাইম এ শুধু সাবমিট করি । আর অন্য যতগুলো ব্যবসা আছে তার মধ্যে সবচাইতে এই ব্যবসায় লাভ বেশি । যদি আমি পরিশ্রম/সময় : মুনাফা এর কথা চিন্তা করি । যদিও আমি এডভান্স ব্লকে মুনাফার কথা বলছি তারপরও এখানে শুধু একটা লাইনে বলবো যে , চায়নাতে যতগুলো স্টুডেন্ট প্রতিবছর আসে তার মধ্যে যদি 0.02 % আমাদের মাধ্যমে আসে তাহলে বছর শেষে আমাদের সর্বনিম্ন পাঁচ লক্ষ ডলার মুনাফা থাকবে ।
ব্লগ টা কেন তৈরি করেছি : এই ব্লগে তৈরি করার অনেকগুলো কারন আছে তার মধ্যে প্রধান কয়েকটা কারণ আমি তুলে ধরতেছি । আমি প্রথম যখন কাজ করি তখন ফোনে প্রচুর কথা বলতে লাগত | SMS এ অনেক কথা বুঝিয়ে বলার সম্ভব হতো না | বেশিরভাগ ছাত্রের প্রশ্নগুলো একই | তাই বারবার একই কথা বলতে লাগত যা খুবই বিরক্তিকর ছিল | তাই ভাবলাম যদি একটা ওয়েবসাইট থাকতো যেখানে সকল প্রশ্নের উত্তরগুলো দেওয়া থাকবে যখন কেউ কোনো প্রশ্ন করবে আমি শুধু কপি/পেস্ট/লিংক করে send করে দিব | সমাধান আসলো কিন্তু এর জন্য কিছু টাকা দরকার | আর সেই সময় আমার কাছে সেই অল্প কিছু টাকাও ছিল না তখন এক বন্ধু [অনুপম] পরামর্শ দিল যে তুই ব্লগস্পট তৈরি করতে পারিস যেখানে ডোমেইন-হোষ্টিং কিছু লাগেনা কোন টাকা খরচ হবে না | তারপর পুরো দেড় মাস সময় দিয়ে এই সাইটটা তৈরি করি | নিজেই সাজাইলাম ডিজাইন করি, Content লিখি | যা এখন আমার সময় অনেক সেভ করছে কারণ যখনই আমাকে কেউ কোনো প্রশ্ন করে আমি সাথে সাথেই সে উত্তরে লিংকটা পাঠিয়ে দেই | সব প্রশ্নগুলির উত্তর সুন্দরভাবে আমার ব্লগে দেওয়া আছে তারপরও অনেকে পড়তে চায় না , এসএমএস করে বারবার | দয়া করে এমন কাজ করবেন না এটা আপনার এবং আমার দুজনেরই সময় নষ্ট যদি আপনি কোন প্রশ্নের উত্তর না পান তাহলে ask করতেই পারেন কিন্তু প্রথমেই চেষ্টা করবেন একবার হলেও পুরোটা পড়ার |
কেন আপনাদেরকে ব্লগে গুলা শেয়ার করতে বলি : আচ্ছা কেন আপনাদেরকে
বারবার শেয়ার করতে বলি | এটা শুধু আমার প্রচারণার জন্য তা নয় এটাতে আপনাদের সময় সেভ হয় এবং ছাত্ররাও প্রতারিত
হবে না কারণ :
1. প্রথমে আসি কেমন করে আপনাদের সময় সেভ হয় | আপনারা যখন কোন ছাত্রের সাথে কথা বলবেন , তখন আমি বলি যে তাদের সাথে এত কথা বলার দরকার নাই শুধু লিংক গুলা পাঠাইয়া দিবেন এটা আপনার জন্য অবশ্যই সময় সেভ করবে | কারণ আমরা যারা এই ব্যবসা করি তারা খুব ভাল করেই জানি যে, যদি 30 জনের সাথে কথা হয় তাহলে ফাইল আসে একটা | তাই অনেক সময় আপনার রিপ্লাই করতে ভাল লাগছে না বা বিরক্ত লাগছে তখন এমন একজন মেসেজ দিল যে কিনা সেই একটা ফাইল | আসলে হয় কি অনেকেই আছে যারা টাইম পাস করার জন্য এসএমএস দেয় আমরা বুঝি কিন্তু তারপরও রিপ্লাই দিতে হয় কারণ এটা ব্যবসার উসুল/কৌশল । তো যারা এমন টাইম পাস করার জন্য মেসেজ দেয় তাদেরকে যখন দু একটা লিংক পাঠায় দিন ভাই এটা এটা পড়ে দেখেন সঙ্গে সঙ্গে বলে যে ফাইলগুলা রেডি করি , তারপর আমার সাথে যোগাযোগ করবো । আর জীবনও তাদেরকে খুঁজে পাওয়া যায় না । আপনারা অনেকেই হয়তো ভাববেন যে যদি ডাইরেক্ট লিংক দেই তাহলে তো আমার প্রফিট থাকবে না । আসলে বিষয়টা এমন না এখানে বিষয়টা আমি খোলামেলা না বলি এইটুকু আমি বাদ দিলাম সেটা নিয়ে আপনাদের কোন চিন্তা করার দরকার নাই ।
2.
ছাত্ররা প্রতারিত হবে না: এখন আসি সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ
অংশে যে , আপনারা যদি এটা অন্য দেশে অন্যদের সাথে শেয়ার করেন তাহলে ছাত্ররা
কেন প্রতারিত হবে না | আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি যে শতকরা 99 ভাগ ছাত্র-ছাত্রী বলে যে আমি প্রতারিত
হয়েছি | যেমন বলছিল তেমন পাইনি কথার সাথে কাজের কোন মিল নাই বিভিন্ন
রকম | এখানে একটা কথা করে রাখি [ গুগোল ট্রেন্ড ] আমি একটি পুরো ব্লক বানাবো
এটা নিয়ে যাতে বিস্তারিত আলোচনা করব কেন এরকম প্রতারণার শিকার হই এবং তা থেকে কিভাবে
রক্ষা পেতে পারি | এখন প্রধান কথায় আসি , কেন ছাত্ররা প্রতারিত হবে না যদি আপনারা আমার ব্লক টা তাদের
সাথে শেয়ার করেন । কারণ: আপনারা আমার এগ্রিমেন্ট প্রসেস ফী দেখলেই বুঝতে পারবেন সেখানে বিস্তারিত সব বলা আছে
। কখন টাকা কিভাবে নিব / কত টাকা নিব / কিভাবে নিব ? কাজ না করতে পারলে কখন কিভাবে কত ফেরত দিবো । সর্বশেষে
সেখানে আপনার এবং আমার স্বাক্ষর থাকবে । আমার জানামতে এমন কোনো কনসালটেন্ট নাই যারা
এভাবে সবগুলো লিখিতভাবে একটা ডিল করে । যেখানে কাগজ কথা বলবে আমার কথা বলার কোন দরকার
নাই । অন্য কারো মাধ্যমে যখন আপনারা কাজ করবেন তখন অবশ্যই এটা আপনাকে একটা সচেতন বার্তা
দিবে যে এভাবে একটা আমরা লিখিত নেই তার কাছ থেকে তাতে করে আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা
অনেকাংশে কমে যাবে । আরো অনেকগুলো কথাই বলতে পারতাম কিন্তু বেশি কথা বললে আপনাদের পড়তে ভালো লাগবে না তাই এটা আর বেশি বড় করলাম না পরে যখন গুগোল ট্রেন্ড এটা নিয়ে এই কথা বলবো তখন বাকি কথাগুলা বলবো [ ইনশাল্লাহ ]
No comments
Note: Only a member of this blog may post a comment.