চায়না Back যাওয়ার জন্য
আসসালামু আলাইকুম সবাইকে。 আপনারা সবাই জানেন যে আমরা চায়নাতে অধ্যায়নরত শিক্ষার্থীরা চায়না Back যাওয়ার জন্য একটি মানববন্ধনের স্টেপ নিয়েছি যাতে করে আমরা আমাদের দাবিগুলো সরকারের সামনে তুলে ধরে ইনশাআল্লাহ চেষ্টা করব যাতে আমাদের দাবিগুলো পূরণ হয় এবং তার জন্য আমরা গ্রূপে কিছুটা Funding এর জন্য আবেদন করেছিলাম সবার কাছে,তো সবাই অনেকটাই ভাল রেসপন্স করেছেন আমাদেরকে And অনেক সাহায্য করছেন এবং অনেকে করে যাচ্ছেন...
আমাদের গ্রুপের সবার পক্ষ থেকে তাদেরকে আমরা জানাই আন্তরিকভাবে অনেক ধন্যবাদ️️
আপনাদের সবার এই সাহায্য এবং আমাদের হার্ডওয়ার্ক গুলো ইনশাআল্লাহ আমরা বিফলে যেতে দিব না
Together we are one
#TakeUsBackToChina
এটা আমার একা মাথা ব্যাথা না এটা সবার অধিকার , আমরা চাই আমরা সবাই একত্রে চায়না ফিরে চাই আবার এবং আমদের বিশ্বাস আমরা খুব শীঘ্রই যেতে পারবো।। আমদের কিছু ভাই ব আমাদের এই বিষয়ে অনেক সাহায্য করছে এবং আমদের মানববন্ধন এর ফেস্টুন, ব্যানার, মাইক আরও বিভিন্ন দ্রব্যাদির যত খরচ তা আমদের এক অর্গানাইজেশন ডোনেট করেছে । এই জন্য তাকে অনেক ধন্যবাদ ।। এখন আমদের যেতে হবেই এটাই যখন আমদের লক্ষ্য তখন অনেক ভাই বোন আমদের সহায়তা করতে ফিজিক্যালি আমদের সাথে যোগদান করবে। তাই যারা দূরে থাকেন বা আমদের সাথে যোগদান করতে পারবেন না তাদেরকে একটা রিকোয়েস্ট তারা অত্যন্ত অন্যভাবে আমদের সাহায্য করুক। আমদের যেসব আপু , ভাইরা আসবে তাদের জন্য পানি, শুকনো খাবার, সাস্থ্য দ্রব্যাদি এবং অনেকে দুর থেকে আসবে এই করোনাকালিন সময়ে তাই তাদের দিক বিবেচনায় করে আমদের কিছু ফান্ডের প্রয়োজন।। তাই এই ফান্ডের জন্য আমদের যেসব ভাই বা আপুর আসতে পারবেন না আমি তাদেরকে প্রাধান্য দিছি।। তাই যে যার অবস্থান থেকে আমাদেরকে যতটুক ডোনেট করতে সক্ষম হবেন দয়া করে রেসপন্স করুন।। আপনার সুন্দর ভবিষ্যতের জন্য যারা শ্রম দিবে তাদের অতিথিপরায়ণ করা আপনার কর্তব্য।। তাই যারা ডোনেট করতে চান তাড়াতাড়ি রেসপন্স করুন
Soikat rana
Bkash - 01757198578
Nagad- 01757198578
যারা যারা টাকা পাঠাবেন রেফারেন্সে নিজের নাম টা বসাবেন তারপর আমার কাছ থেকে কনফার্ম হতে পারবেন
No comments
Note: Only a member of this blog may post a comment.