বাস্তব অভিজ্ঞতা - ১
১) সরকারী (সেন্টার ও লোকাল)
২) ইউনিভার্সিটি স্কলারশিপ
সরকারী স্কলারশিপ এ সুযোগ সুবিধা অনেক । কোন টাকা লাগে না। সব কিছু ফ্রি। উল্টা সরকারী আপনাকে টাকা দিবে যা দিয়া খাওয়া দাওয়া করে কিছু বেচে যাবে। মানে যদি স্কলারশিপ পান সব ফ্রি । এইটা দেয় রেজাল্ট এর উপর। প্রায় সব গুলা এইচএসসি রা পায় । কিন্তু শেষ দুই বছর থেকে ডিপ্লোমা হোল্ডার পাচ্ছে ।
ইউনিভার্সিটি স্কলারশিপ। এইটা খুবই সহজ। এমন কোন লোক দেখি নাই যে আবেদন করে স্কলারশিপ পায় নাই। সরকারী স্কলারশিপ এ ১০০% ফ্রি হলেও এইটাই টাকা লাগে । এজেন্সি আপনাকে সব কিছু দিয়া মোট খরচ বলবে ৪/৫ লক্ষ। আরো বলবে এইটা জব করেই আয় করতে পারবেন। মজা টা এখানেই যে চায়নাতে ছাত্রদের জব করতে দেয় না। এজেন্সি বলবে ১০% লোক চুরি করে জব করে। বাস্তবতা অনেক কঠিন। করা যায় ধরা পড়লে দেশে পাঠায় দিবে। আর পাশ করা লাগবে না। যাও আয় করবেন খাওয়া টা হতে পারে,
তবে বলি চুরি করে জব করা গেলেও ২ বছর পরে। আর আপনি জব পাবেন সম্ভাবনা ১% এর কম। তাই জব বাদ দিন। এবার আসি মোট খরচ নিয়া I
টিউশন ফি ১০০০০-১৫০০০ RMB
হোস্টেল ফি ৩০০০-৪০০০ RMB
এই দুই টা নির্ভর করে ইউনিভার্সিটির উপর। তবে মোটামুটি ৮০০০-১২০০০ RMB
তে হই যায়। এর বেশিও আছে, কমও আছে। যদি স্কলারশিপ পান যেকোন একটা ফ্রি পাবেন।
ভিসা রিনিউ (প্রতি বছর) ৮০০ RMB
প্রথমে কয়েক মাসের পাবেন কিন্তু এজেন্সি বলবে তারা এক বছরের দিবে আর আপনি ৩ বছরের করবেন। কিন্তু বাস্তবতা উনারা যেটা দিবে কয়েক মাসের।
হেলথ ইন্সুরেন্স (প্রতি বছর) ৮০০ RMB
স্বাস্থ্য পরীক্ষা (প্রতি বছর) ৬০০ RMB
রেজিস্ট্রেশন ফ্রি (প্রতি বছর) ৪০০-৫০০ RMB (ইউনিভার্সিটির উপর)
এর বাইরে আছে
transportation 50-100
RMB (মাসে) এজেন্সি বলবে একটা card দিবে যা দিয়া দিনে ১ RMB
দিয়া ইচ্ছা মত ঘুরতে পারবেন। নিয়ম আছে কিন্ত ২ বছরে পাবেন কিনা সন্দেহ । বই- 500-1200
RMB আপনি কতগুলা কিনবেন তার উপর । এজেন্সি বলবে না কিনলেও হই । কিন্তু দ্বিতীয় বছর এর বই চতুর্থ বছরও লাগে । হা কম কিনলেও হয় কিন্তু লাগবেই । খাবার এইটা নির্ভর করে আপনি কোন শহরে আছেন তার উপর । তবে যাদের দেখছি মোটামুটি ৩০০ RMB
তে হয়ে যায় । মোট বছরে ১০০০০-১৫০০০০ RMB
খরচ আছে । এর বাইরেও ইউনিভার্সিটি তে ছোটখাটো কিছু খরচ আছে । নিজে রান্না করলে অনেক জায়গায় পানি ও বিদ্যুৎ বিল দেয়া লাগে। জামা কাপড় সহ অন্যান্য টুকিটাকি খরচ আছে । সব মিলাই যদি আরো ১০০০ RMB ধরি তাইলে টাকাতে হই ১ লক্ষ ৪০ হাজার সর্ব নিম্ন । ৪ বছরে ৫.৫ লক্ষ। এজেন্সি ফি + বিমান - ২-২.৫ লক্ষ । মোট প্রায় ৮ লক্ষ টাকা । জায়গা ভেদে এইটা ৭ লক্ষ হতে পারে ।
দেশের কোন এক প্রাইভেট এ পড়ার চেয়ে ৭ লক্ষ টাকা দিয়ে চায়নার সরকারি ইউনিভার্সিটি তে পড়া ভালো । কিন্তু এজেন্সি এর মিথ্যা কথা থেকে দুরে থাকার জন্য এই পোস্ট লিখা। আমি কাউকে মানা করছি না বরং যাইতে বলছি । অনেক এ যায় ৪ লক্ষ টাকার কথা শুনে, জব করা যাবে। কিন্তু যায় দেখে ৭-৮ লক্ষ লাগবে জব নাই তখন তারা বিভিন্ন গ্রুপে চীনে নিয়া যাবে বলে লোক খুজে। গল্প শুনাই নিয়া যাবে ৪ লক্ষ তে। যাবার পরে হইত আপনাকে এই কাজ করতে হবে। আর হ্যাঁ চায়নাতে ইংরেজি মিডিয়ামে পড়তে চাইলে না যাওয়ায়ই ভালো। আপনি ইংরেজি মিডিয়ামে সুযোগ পাইলেও বেশির ভাগ ইউনিভার্সিটি তে ইংরেজি জানা লোক নাই। চায়না ভাষা শিখাই চায়নাতে ক্লাস করাবে। তবে যেই ইউনিভার্সিটি তে ইংরেজি মিডিয়াম এ ডিপার্টমেন্ট আছে সেগুলাতে হইলে দেখতে পারেন ।
প্রশ্নঃ ভাই আমিও চিনাতে যেতে চাই সেজন্য কি কি করেতে হবে বা কিভাবে যাব ?
অনেক গুলো কাজ করতে হবে আমি খুব সংক্ষেপে বলছি ৷
১) সর্বপ্রথম পাসপাের্টে করতে হবে ঃ পাসপাের্টে ছাড়া কখনই আপনি এপ্লাইটাই করতে পরেবেন না ৷ আপনি যদি অনলাইনেও এপ্লাই করেন তবে ঐখানে পাস পোর্ট অফসন আছে । আর আপনার পাস পোর্ট নাই মানে । ঐটা পূরণ না করলে আপনার ফরমটাই submit
নিবেনা(error something
missing) ৷ বি দ্রঃ ত্র ক্ষেত্রে আমি বুঝিনা এজেন্টরা কিভাবে পাসপোৰ্ট ছাড়াও ৩oooo
টাকা (file opening charge )নিয়ে কাজ শুরু করে দেয় ৷ যেখানে তারাত এপলাই টাই করতে পারবে না ৷ কিছু ক্ষেত্রে সম্ভব তবে প্রধান বিষয়টা এমনই ।
২) আপনার সকল পেপার ইংলিশ এ করতে হবে ঃ আপনি যেহেতু দেশের বাইরে এপ্লাই করছেন । তাই সকল পেপার ইংরেজীতে করতে হবে ৷ যেমন : SSC প্রশাংসাপএ ,জন্ম নিবন্ধন ,চারিত্রিক সনদ ,
আর যা যা লাগে ।
৩) study
plan : online এ অনেক ভাল ভাল মানের study
plan পাবেন ৷ তবে ৪০০-৫০০ শব্দের হলে ভাল হয় ৷ এই study
plan এর উপরও আপনার scholarship
অনেকাংশে নিভর কাৱে ৷
৪) রেফারেন্স চিঠি/ reference
latter ঃ আপনাৱ পাসকৃত প্রতিষ্ঠান হতে দুইজন অধ্যক্ষের স্বাক্ষৱিত দুইটিরেফারেন্স চিঠি/ reference
latter নিতে হবে ।
৫) Diploma
student : ডিপ্লোমা পাসকৃত student
der সকল পর্ব এর মার্কশিট লাগবে ।
৬) ILTS
, GMRTS , TOFEL , HSK , HSKK etc. : আপনি যে University তে এপ্লাই করতে চায় সেই university
যত দেওয়া থাকবে আপনাকে নূন্যতম ততই পয়েনই পাওয়া লাগবে ৷ চয়নাতে ILTS
লাগেনা ৷ তবে থাকলে ভাল ৷
আর অস্ট্রেলিয়াতে বেশিরভাগ university
শুধু ILTS চায় । ৭.৫ হলেই হয় । ওৱা আবার অন্য কিছু দেখেনা । আমি আবার বলছি কোনা ভার্সিটি কি চায় তা তাদের ফর্মেই উল্লেখ থাকবে ।
৭) স্বাস্থ্য পরীক্ষা : সর্বশেষ কাজ হল স্বাস্থ্য পরীক্ষা । এটা দূতাবাস থেকে নির্ধারিত করে দিতে পারে । না দিলে ইচ্ছে মত যে কোন হসপিটাল থেকে করায় নিতে পারন । বি দ্ৰঃ ভয় পাওয়ার কিছু নেই ওর়া দেখে খুব মেজর সমস্যা আছে কিনা ?
খুব short
করে হলেও পুরো প্রসেস টা বোঝানোর করছি ৷ না বুজলে বলবেন ৷ সাধ্যমত চেষ্টা করব উত্তর দেওয়ার । আপনার জন্য শুভ কামনা থাকলো।
mohammad satil
No comments
Note: Only a member of this blog may post a comment.