ছাত্রদের ব্যবসার জন্য একটি সুন্দর উপায়

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই আশা করি সৃষ্টিকর্তার অশেষ কৃপায় ভালই আছেন । আমি মনে করি বা আমার জানামতে চীনাতে যতজন ব্যবসায়ী আছেন তার মধ্যে ৫০% ছাত্র-ছাত্রী । তাদের ব্যবসা করতে অনেক ধরনের সমস্যা হয় । সর্বপ্রথম ক্যাশ বা পুজির সমস্যা , তাই তাদের ইচ্ছা থাকলেও একটা সুন্দর ওয়েবসাইট বানাতে পারেনা যেখানে তাদের পণ্য বা সার্ভিসগুলোর সুন্দর বর্ণনা দেওয়া থাকবে । তাই যারা খুব স্বল্প টাকায় ওয়েবসাইট বানাবেন বলে ভাবছেন তাদের জন্য আমি খুব স্বল্প খরচে একটি ওয়েবসাইট বানিয়ে দিতে পারি । এই ওয়েব সাইটের বিভিন্ন ধরনের সুবিধা আছে  তা নিম্নে বর্ণনা করা হলো :

 

এটি সম্পূর্ণ ফ্রি : মানে আপনি একবার আমার থেকে বানিয়ে নিলেন সারাজীবনেও আর এর জন্য আপনাকে কোন টাকা পে করতে হবে না । সাধারন ওয়েবসাইটে ডোমেইন & হোস্টিং কিনতে হয় এবং প্রতি বছর বছরের জন্য রিনু করতে হয় ।  ধরে নিলাম আপনি কোন এক সময়ে অনেক বড় ব্যবসায়ী হলেন , তখন প্রতি বছর ৭/৮  হাজার টাকা পে করতে পারবেন যা আপনার কাছে কোন ব্যাপারই না । কিন্তু এখন আপনি যদি একটা ওয়েবসাইট কিনতে যান তার জন্য ডোমেইন &হোস্টিং কিনতে আপনাকে অতিরিক্ত টাকা ব্যয় করতে হবে । আবার ওয়েবসাইটের সবচেয়ে খারাপ দিক হল যদি কোন কারনে আপনি তা রিনু করতে ভুলে যান তবে সেটি ব্লক হয়ে যাবে বা ডিলিট হয়ে যাবে ।

 

অতিরিক্ত উপার্জন : আপনি যদি আপনার সাইটে ভিজিটর আনতে পারেন তবে পণ্য বিক্রি হোক না হোক তা থেকেই বিভিন্ন হবে অতিরিক্ত টাকা উপার্জন করতে পারবেন । যেমনঃ লিংক কনভার্ট করে শেয়ার করলে প্রতি এক হাজার ভিজিটরএ ৮ ডলার পাবেন । আবার বিজ্ঞাপন থেকে পেতে পারেন আবার গুগোল এক্সচেঞ্জ পেলেও পেতে পারেন । সুতরাং, বুঝতেই পারছেন অতিরিক্ত অর্থ উপার্জনের একটা সুন্দর উপায় ।

 

সকল সার্ভিস সুন্দর করে সাজানো : আপনার ফেসবুক পেজ বা wechat গ্রুপে আপনার ব্যবসার সকল তথ্য সুন্দর করে সাজানো থাকে না । তাই আপনার সার্ভিসগুলো সম্পর্কে কেউ বললে আপনারা সবগুলো এক এক করে বলা বিরক্তিকর & ঝামেলার ।

 

বিশ্বস্ততা অর্জন : আপনার যে কোন একটি ছোট ব্যবসার ও যদি একটি ওয়েবসাইট থাকে তাহলে অন্যের খুব সহজে আস্থা অর্জন করা যায় যা আপনার ব্যবসার জন্য একটি বিশেষ সুবিধা এনে দিবে ।

 

 

যাইহোক অনেক কথা বললাম এখানে আরো আরো অনেক কথাই বলা যায় । সর্বশেষে বলি, যদি আমি একটি সাইট তৈরী করে দেই তবে এর জন্য 200/300 RMB দিবো [নির্ভর করবে আপনার চাহিদার উপর ] যদি ব্লগসহ লিখে দিতে হয় তাহলে 500/700 RMB দিবো । এজন্য  আপনাকে সর্ব মোট ১০ টি বড় / ২০ টি ছোট ব্লগ লিখে দিব । আপনি শুধু আমাকে একটি জিমেইল দিবেন এবং যদি সাথে ফেসবুক/ইনস্টাগ্রাম/ইউটিউব যা যা জয়েন করতে চান তার লিংক গুলা দিবেন কাজ শুরু করার আগে 50% এবং 5/7 দিন পর বাকি কাজ শেষ হওয়ার পর বাকি 50% পেমেন্ট দিতে হবে । নিম্নে আমারও 2/3 টি ব্লগের লিংক দিয়ে হল চাইলে দেখে নিতে পারেন । অনেকটা এমনই হবে শুধুমাত্র আপনার ইচ্ছামত রংগুলো পরিবর্তন করে দেয়া হবে ।

http://scholarship38.blogspot.com 

https://amraamaderjono.blogspot.com

https://nowbuy38.blogspot.com

https://flairexpress.blogspot.com   


যেকোন প্রয়োজন এবং আরো বিস্তারিত তথ্যের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন click here 

No comments

Note: Only a member of this blog may post a comment.

Powered by Blogger.